জামালপুর
জামালপুরে এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি পালন
বিল্লাল হোসাইন, জামালপুর: জামালপুরে জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে এক শহিদ এক বৃক্ষ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (১৯ জুলাই) বিকালে সরকারি আশেক মাহমুদ কলেজের মহিলা হোস্টেল প্রাঙ্গণে জামালপুর জেলা প্রশাসন ও বন বিভাগেরর ব্যবস্থাপনায় এই কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জামালপুরের জেলা প্রশাসক হাসিনা বেগম, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুনর অর রশীদ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক, প্রেসক্লাব জামালপুরের ভারপ্রাপ্ত সভাপতি মোখলেছুর রহমান লিখন, সাংবাদিক ও মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ আরো অনেকে।