দেওয়ানগঞ্জে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মহসিন রেজা রুমেল, দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে ইসমিতা জাহান জ্যোতি নামে অষ্টম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার দেওয়ানগঞ্জ সরকারি ভোকেশনাল স্কুল এন্ড কলেজ কোয়ার্টারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বুধবার জ্যোতির লাশ উদ্ধার করে পুলিশ।
জ্যোতি উপজেলার বিন্দুরচর গ্রামের বুলবুুল আহমেদ বাদল ও নাসরিন জাহান সুমির মেয়ে। সে কাউনিয়ারচর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানান- জ্যোতির বাড়ি উপজেলার ডাংধরা ইউনিয়নের বিন্দুরচর গ্রামে। কয়েক বছর আগে তার মা নাসরিন জাহান সুমির সাথে জ্যোতির বাবার বিবাহ বিচ্ছেদ ঘটে। পরে জ্যোতির মা সুমির দেওয়ানগঞ্জ সরকারি ভোকেশনাল স্কুল এন্ড কলেজের অফিস সহায়ক মোশারফের সাথে দ্বিতীয় বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা ওই প্রতিষ্ঠানের কোয়ার্টারে বসবাস করছেন। আনুমানিক তিন মাস আগে জ্যোতি তার বাবার বাড়ী বিন্দুরচর থেকে দেওয়ানগঞ্জের ভোকেশনাল স্কুল এন্ড কলেজের কোয়ার্টারে থাকা তার মা নাসরিন জাহান সুমি ও মোশারফ দম্পতির বাসায় বেড়াতে আসে। মঙ্গলবার রাতে ওই রাসার একটি কক্ষে আত্নহত্যা করে জ্যোতি।
স্থানীয়রা আরো জানান , মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে মোশারফের বাসায় কান্নার আওয়াজ শুনতে পেয়ে সেখানে যাই। বাসার এক কক্ষে ইসমিতা জাহান জ্যোতির ওড়না পেঁচিয়ে ঝুলে থাকতে দেখি। পরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান- ইসমিতা জাহান জ্যোতির লাশ ময়না তদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে কেউ অভিযোগ দেন নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।