রৌমারী-চর রাজিবপুর

রৌমারীতে অবৈধভাবে বালু উত্তোলনে যুবককে ১ বছরের কারাদন্ড

মাসুদ পারভেজ,রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ব্রহ্মপুত্র নদের কাছে হলহলিয়া নদী থেকে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা ভঙ্গের অপরাধে ১৫ (১) ধারায় শাস্তি দেওয়া হয় তাকে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দন্ডপ্রাপ্ত যুবক মিজানুর রহমান চর রাজিবপুর উপজেলার সদর ইউনিয়নের কারিগড় পাড়া গ্রামের বদিউজ্জামানের ছেলে।

অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে হলহলিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলেন।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল কুমার হালদার বলেন- ‘নদী ও পরিবেশ সংরক্ষণে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। এ ধরনের কর্মকান্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

 

Related Articles

Back to top button