জামালপুর

পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে ফলজ গাছের চারা রোপন

জামালপুরে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে বারি উদ্ভাবিত বিভিন্ন উন্নত জাতের ফলজ বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এই বৃক্ষরোপণ কর্মসূচিতে বারি আম-৩ ও বারি পেয়ারা-২ জাতের উন্নত ফলজ গাছের চারা রোপণ করা হয়।

জামালপুর জেলা পুলিশের উদ্যোগে এবং কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI)-এর সহায়তায় এই কার্যক্রম বাস্তবায়িত হয়।

বৃক্ষরোপণের শুভ উদ্বোধন করেন জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং পুনাক জামালপুরের সভানেত্রী জনাব নওরীন মুন্না।

বৃক্ষরোপণ শেষে দেশ ও জাতির কল্যাণ, পরিবেশ সংরক্ষণ এবং এই বৃক্ষরোপণ কার্যক্রমের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

এসময় আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ মঞ্জুরুল কাদির, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন, সহকারী পুলিশ সুপার মোঃ রাজু আহমেদ, ডিবি-১ এর ওসি মোঃ নাজমুস সাকিব, জামালপুর থানার ওসি আবু ফয়সল মোঃ আতিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button