মেলান্দহ হাসপাতালে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধার গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
ঘটনার পরপরই উপস্থিত লোকজনের সহায়তায় এক নারী ছিনতাইকারীকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
বৃহস্পতিবার ( বুধবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মোছাঃ ফাতেমা বেগম (৭০) মেলান্দহ পৌরসভার চাকদহ এলাকার বাসিন্দা।
তিনি জানান, শারীরিকভাবে অসুস্থ থাকায় সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। টিকিট সংগ্রহ করে চিকিৎসকের শরণাপন্ন হতে ৫ নম্বর কক্ষে লাইনে দাঁড়ান। এ সময় পেছনে দাঁড়ানো নারী ছিনতাইকারী খাদিজা বেগম (২৫) কৌশলে তার গলায় থাকা আনুমানিক ৬ আনা ওজনের স্বর্ণের চেইন টান দিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে। তবে তাৎক্ষণিক ফাতেমা বেগম বিষয়টি বুঝতে পেরে চিৎকার করেন এবং তাকে হাতেনাতে ধরে ফেলেন।
চিৎকার শুনে আশপাশের রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ এগিয়ে এসে অভিযুক্ত নারীকে আটক করে। পরে মেলান্দহ থানা পুলিশকে খবর দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে ছিনতাইকৃত স্বর্ণের চেইন জব্দ করে।
আটক খাদিজা বেগম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের বাসিন্দা। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মজনু মেম্বারের বাড়ির পাশে বসবাস করেন।
এ ঘটনায় ভুক্তভোগী ফাতেমা বেগম মেলান্দহ থানায় মামলা দায়ের করলে। পুলিশ আটক ওই নারীকে দুপুরে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন,“চুরি ও ছিনতাইয়ের ঘটনা রোধে আমরা সবসময় সতর্ক অবস্থানে রয়েছি। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নারীকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে ভুক্তভোগীর স্বর্ণের চেইনটি জব্দ করে। এ ঘটনায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।