সারাদেশ

ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে- সাবেক এমপি রুবেল


রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর:  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সাবেক তিন বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল বলেছেন- আমরা সবাই ধানের শীষের কর্মী আর এই ধানের শীষকে বিজয়ী করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমি মৃত্যুর আগ পর্যন্ত আপনাদের সাথে এক হয়ে দলের কাজ করতে চাই। আপনারা আমার পাশে থাকবেন। আমি ও আপনাদের পাশে ছিলাম আছি থাকব ইনশাআল্লাহ।

২৭ জুলাই সোমবার বিকেলে শ্রীবরদী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এমপি রুবেল আরো বলেন, মহিলা দলের নেতা কর্মীদের দায়িত্ব অনেক বেশি। কারণ এই নির্বাচনী এলাকায় মহিলা ভোটের সংখ্যা পুরুষ ভোটারের সমসাময়িক। তাই সবাইকে এখনই নির্বাচনী মাঠে নামতে হবে। মহিলা ভোটারদের ধানের শীষে ভোট দেয়ার জন্য আপনাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রুপরেখা বাস্তবায়নের লক্ষ্যে সকল নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। তিনি বলেন, আমাদের নেতা জনাব তারেক রহমানের দেয়া ৩১ দফা বাস্তবায়নের কোন বিকল্প নেই।

উপজেলা মহিলা দলের সভাপতি উম্মে হাবিবা রিনার সভাপতিত্বে ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহিম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন দুলাল প্রমুখ।

আলোচনা সভা ও কর্মী সমাবেশে উপজেলার ১০টি ইউনিয়নের মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button