রৌমারীর চর শৌলমারীতে মাদকমুক্ত সমাজ গঠনে র্যালি ও সমাবেশ
মাসুদ পারভেজ রুবেল,রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নকে মাদকমুক্ত করার দাবিতে র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে চর শৌলমারী ইউনিয়ন মাদক প্রতিরোধ কমিটির আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক ও সহকারী অধ্যাপক আব্দুল হাই এবং সদস্য সচিব মোস্তাফিজুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা মাদক প্রতিরোধ কমিটির সদস্য কারী আশরাফুল, মাজহারুল ইসলাম, শওকত আলী মন্ডল, স্থানীয় সাজ্জাদ হোসেন সাজুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ছাত্র-ছাত্রী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
চর শৌলমারী বাজার থেকে শুরু হয়ে র্যালিটি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে চর শৌলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, মাদক সমাজের জন্য একটি অভিশাপ। তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকবিরোধী কার্যক্রমে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে পরিবারের অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের যৌথ প্রচেষ্টায় একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরো জানান, চর শৌলমারী ইউনিয়নকে মাদকের কবল থেকে মুক্ত রাখতে নিয়মিত প্রচার-প্রচারণা, সচেতনতা এবং আইনগত পদক্ষেপ অব্যাহত থাকবে।