মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানকে জামালপুরে নাগরিক সংবর্ধনা প্রদান
মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানকে জামালপুরে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার ইটাইল ইউনিয়ন বিএনপি জামিরন নেছা টেক্সটাইল ইন্সটিটিউটের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।
৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সভাপত্বিতে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান, ইটাইল ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রেজাউল করিম,সহ সাংগঠনিক সম্পাদক মহসিন মাস্টারসহ অন্যান্যরা।
এই সময় বক্তারা বলেন, তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের জনগণের অধিকার প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে, তা সফল করতে প্রবাসেও দলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই আগামীতে বিএনপির হাতকে শক্তিশালী রাখতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান বক্তারা।
পরে ইটাইল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।