রৌমারীতে উন্মুক্ত লটারিতে ডিলার নিয়োগ
মাসুদ পারভেজ রুবেল,(রৌমারী) কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার নিয়োগে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ২টায় উপজেলা পরিষদ হলরুমে শতশত মানুষের সরাসরি উপস্থিতিতে সম্পূর্ণ উন্মুক্ত লটারির মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।
এই লটারিতে ওএমএস ডিলার পদের জন্য আবেদন করেন ৩৭ জন, যেখান থেকে ৩ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। অন্যদিকে খাদ্যবান্ধব কর্মসূচির জন্য আবেদন করেন ২৭৫ জন। যাদের মধ্য থেকে ৪১ জনকে প্রাথমিকভাবে ডিলার হিসেবে নির্বাচিত করা হয়।
এই কার্যক্রম সরাসরি জনগণের সামনে অনুষ্ঠিত হওয়ায় নিয়োগে কোনো ধরনের অনিয়ম, পক্ষপাতিত্ব বা সুপারিশের সুযোগ ছিল না বলে জানান সংশ্লিষ্টরা।
ডিলার পদ প্রত্যাশী রাজিউল ইসলাম রোমান বলেন, “আমরা প্রথমে ভাবছিলাম হয়তো সুপারিশের মাধ্যমে নিয়োগ হবে, কিন্তু বাস্তবে দেখলাম সম্পূর্ণ স্বচ্ছ পদ্ধতিতে নির্বাচন হয়েছে। এতে আমরা ভীষণ সন্তুষ্ট।”
নব নিযুক্ত ডিলার সুখবাদ শাহ বলেন, “সত্যিকার অর্থে যোগ্যদের মধ্য থেকেই যাচাই-বাছাই শেষে লটারির মাধ্যমে নির্বাচিত করা হয়েছে। এটি আমাদের কাছে খুবই স্বস্তিদায়ক।”
এ বিষয়ে ইউএনও উজ্জ্বল কুমার হালদার বলেন, “আমাদের মূল লক্ষ্য ছিল স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। তাই উন্মুক্ত লটারি পদ্ধতিতে ডিলার নির্বাচন করেছি, যাতে সবাই জানতে পারেন কীভাবে ও কারা নিয়োগ পেলেন।
উল্লেখ্য, রৌমারী উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৪৪ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। এই প্রক্রিয়া পরিচালনার জন্য একটি নিরপেক্ষ কমিটি গঠন করে তারা মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে উপযুক্ত প্রার্থীদের তালিকা তৈরি করে।