মোঃ মিরাজুল ইসলাম,জাবিপ্রবি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের আয়োজনে “The Evolving Landscape of EEE: Career Trends, Key Skills, and Global Opportunities” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
ইইই বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমানের সভাপতিত্বে এবং প্রভাষক আমিমুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো. পারভেজুল ইসলাম। তিনি সাবেক সহকারী পরিচালক, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ (SREDA) এবং EEE Academy by Rony Pervej-এর প্রতিষ্ঠাতা।
তিনি তাঁর প্রবন্ধে আধুনিক সময়ের ইইই পেশার বিবর্তন, চাহিদাসম্পন্ন দক্ষতা এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্যারিয়ার গড়ার সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা করেন। কর্মশালায় বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যারা আলোচনায় সক্রিয়ভাবে যুক্ত হয়ে বাস্তবমুখী দিকনির্দেশনা লাভ করেন।