বকশীগঞ্জ

চেয়ারম্যান পদ ফিরে পেয়েছে বাবু, বকশীগঞ্জে বিক্ষোভ

মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানি নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় এলাকায় বিক্ষোভ হয়েছে।

আদালতের রায়ে পদ ফিরে পাওয়ার প্রতিবাদে শুক্রবার (১ আগস্ট) তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী।

শুক্রবার জুমার নামাজের পর সাধুরপাড়া ইউনিয়নের দাসেরহাট বায়তুল আমান জামে মসজিদের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

এসময় মুফতী সাইফুল ইসলাম জামালপুরী, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার ফেরদৌস খান আজাদ, সাবেক মেম্বার শাহ আলম মুল্লুক খান, আব্দুল করিমসহ বিক্ষুব্ধ এলাকাবাসী বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে সাংবাদিক হত্যা মামলা ছাড়াও একাধিক নাশকতা ও নারী নির্যাতনের মামলা রয়েছে। তার মতো একজন ব্যক্তি চেয়ারম্যান পদে বসলে এলাকায় অন্যায়, অত্যাচার ও নির্যাতন বাড়বে। বক্তারা দ্রুত তাকে আবারও বরখাস্ত ও গ্রেফতারের দাবি জানান।

বিক্ষোভ শেষে বিক্ষুব্ধ এলাকাবাসী ইউনিয়ন পরিষদের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।

মাহমুদুল আলম বাবু বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
২০২৩ সালের ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন সাংবাদিক নাদিম। পরদিন তিনি মারা যান। এ ঘটনায় তার স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর পরই তাকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।

কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার পর সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট করেন বাবু। চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি আদালত তার সাময়িক বরখাস্তের আদেশ ছয় মাসের জন্য স্থগিত করে। ফলে তিনি আবারও চেয়ারম্যান পদে বহাল হন। তবে, এই রায়ের মেয়াদ আর মাত্র ২০ দিন বাকি আছে।

Related Articles

Back to top button