ক্যামিকেল কোম্পানির কর্মকর্তাকে মারধর, প্রতিবাদে মানববন্ধন
শফিকুল ইসলাম,জামালপুর: ক্যামিকেল কোম্পানির কর্মকর্তাকে আটকে রেখে মারধর, গাড়ি ভাংচুর ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন-বিসিপিএ।
শুক্রবার বিকালে শহরের বেলটিয়া বাজারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে।
ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জামালপুর জি এম ই এগ্রো লিমিটেডের এরিয়া ম্যানেজার মো: শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামালপুর ইউনাইটেড গ্ররুপ কেয়ারের এরিয়া ম্যানেজার মো: রফিকুল ইসলাম, মিম পেক্সের সিনিয়র মার্কেটিং অফিসার মো: হাফিজ উদ্দিন,আহসান হাবিব,শহিদুল ইসলাম রশিদসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বলেন-ফেয়ার এগ্রো কেমিক্যালস লি: কোম্পানীর কর্মকর্তা মো: হুমায়ান কবীর অফিসিয়াল চিঠি দিতে গেলে নওগাঁ জেলার মহাদেবপুরের মাতাজি হাট এলাকায় মেসার্স ভাই ভাই ট্রেডার্স এর স্বত্বাধিকারী মো: শাখাওয়াত হোসেন ও তার ভাই মো: শফিকুল ইসলাম তাকে আটকে রেখে শারীরিক নির্যাতন চালায় এবং মোটর সাইকেল ভাংচুর ও সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। তাই অভিযুক্ত দুইজনকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও তাদের ব্যবসায়ীক লাইসেন্স বাতিলের দাবি জানান বক্তারা।