বকশীগঞ্জে রফিক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে রফিক ফাউন্ডেশন এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও অন্যান্য মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে।
শনিবার (২ আগস্ট) খয়ের উদ্দিন ফাজিল (ডিগ্রি) মাদরাসার হলরুমে মাধ্যমিক শিক্ষা পরিবারের সহযোগিতায় ১২৪জন কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ আলতাফ হোসেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “আজকের এই সংবর্ধনা তোমাদের মেধার স্বীকৃতি। তোমাদের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ই এই সাফল্য এনে দিয়েছে।”
তিনি শিক্ষার্থীদের দেশ ও জাতির উন্নয়নে কাজ করার জন্য উৎসাহিত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামালপুরের জেলা শিক্ষা অফিসার মো: শামছুল আলম।
অনুষ্ঠানে সভাপতি রফিক ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম আর করিম (রেজা) বলেন, “মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানানো আমাদের নৈতিক দায়িত্ব। তাদের উৎসাহিত করা গেলে তারা আরও ভালো ফল করতে পারবে।”
এছাড়াও, অনুষ্ঠানে বক্তব্য রাখেন রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো: আনোয়ার হোসাইন ফুয়াদ, খয়ের উদ্দিন ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাও: মো: রফিকুল ইসলাম, বকশীগঞ্জ নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মামুনুর রশিদ, উপজেলা একাডেমি সুপার ভাইজার তাহমিনা, রহিমা ছালাম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল হাসান বিন রফিক, শ্রীবরদী সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল আব্দুর রাজ্জাক, খয়ের উদ্দিন ফাজিল (ডিগ্রি) মাদরাসার সাবেক প্রিন্সিপাল ছামিউল হক আনছারী, বীর মুক্তিযোদ্ধা আফছার আলী প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধানগণও উপস্থিত ছিলেন।
বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন এবং এ ধরনের আয়োজন চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানায়।
রফিক ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে বকশীগঞ্জ উপজেলায় মানব সেবায় কাজ করে যাচ্ছে।