দেওয়ানগঞ্জপ্রধান খবর

দেওয়ানগঞ্জে স্বামীর অধিকার ও সন্তানের পিতৃপরিচয় চান দৃষ্টি প্রতিবন্ধী নারী 

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ: জামালপুরের দেওয়ানগঞ্জে সন্তান জন্মের মাস পেরিয়ে গেলেও সন্তানের পিতৃপরিচয় ও স্বামীর অধিকার মিলেনি দৃষ্টিপ্রতিবন্ধী দিয়ামনির।

ঘটনাটি পৌর শহরের চর ভবশুর দাসপাড়া এলাকার।

স্থানীয়রা জানান- দৃষ্টি প্রতিবন্ধী দিয়ামনি সাহার অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিবেশী নিত্য চন্দ্র সরকার তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে দৃষ্টি প্রতিবন্ধী দিয়ামনি অন্তঃসত্ত্বা হয়ে পরলে সম্পর্ক অস্বীকার করেন নিত্য চন্দ্র। ঘটনাটি জানাজানি হলে হতবিহ্বল হয়ে পরে ভুক্তভোগীর পরিবার। পরে উপায়ান্তর না দেখে গেল বছর ডিসেম্বরে ভুক্তভোগী দিয়ামনি সাহার নানি বাদি হয়ে নিত্য চন্দ্র সরকারের বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। পরে সেই মামলায় গ্রেফতার হয়ে অন্তরীণ আছেন নিত্য  চন্দ্র সরকার। এ দিকে গত মাসে এক ছেলে সন্তানের জন্ম দিয়েছেন ওই ভুক্তভোগী প্রতিবন্ধী দিয়া মনি। ছেলেটির নাম রাখা হয়েছে সম্পদ সাহা।

ভুক্তভোগী দিয়া মনি সাহা বলেন- ‘বিয়ের প্রলোভন দেখিয়ে নিত্য চন্দ্র আমার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। আমি সরল বিশ্বাসে তার কথায় রাজি হই। যখন অন্তঃসত্ত্বার খবরটি তাকে জানাই তখন থেকে সে আমাকে অস্বীকার করে। আমার সন্তানের পিতা নিত্য চন্দ্র সরকার। আমি আমার স্বামীর অধিকার ও সন্তানের পিতৃ পরিচয় চাই।’

নানি গীতা রাণী সাহা বলেন-‘প্রতিবন্ধীর ভাতার টাকায় টেনে টুনে সংসার চলে, তার মধ্যে একজন নবজাতক জন্ম হয়েছে। খুব কষ্টের মধ্যে দিনাতিপাত করছি। প্রশাসনের কাছে দাবি অসহায় এ প্রতিবন্ধী ও তার শিশু সন্তানের অধিকার পেতে যেন তারা সহায়তা করে।’

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল হাসান জানান- শিশুটির পিতৃ পরিচয় পেতে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। এখনো রিপোর্ট আসেনি, সে পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Related Articles

Back to top button