জামালপুর

জামালপুরে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর জমজমাট ফাইনাল

হৃদয় আহম্মেদ,জামালপুর: জামালপুরে ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে জামালপুর জেলা স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাপূর্ণ এই খেলায় মুখোমুখি হয় সানন্দবাড়ী ফুটবল একাদশ বনাম জামালপুর সদর উপজেলা ফুটবল একাদশ।

বিকাল ৪টায় শুরু হওয়া খেলায় দুই দলের খেলোয়াড়রা মাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন। শুরু থেকেই জামালপুর সদর একাদশ খেলার উপর নিয়ন্ত্রণ বজায় রাখে এবং নির্ধারিত সময় শেষে ২-০ গোলের ব্যবধানে জয় ছিনিয়ে নেয়।

খেলার এক পর্যায়ে আছরের আজান হলে দুই দলের খেলোয়াড়রা খেলা সাময়িকভাবে থামিয়ে মাঠেই জামাতে নামাজ আদায় করেন। খেলাধুলার পাশাপাশি ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার এই অনন্য উদাহরণ উপস্থিত দর্শকদের মাঝে প্রশংসা কুড়ায়।

খেলা শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানারআপ দলের হাতে সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়।

খেলা শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়-‘এই ‘জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ প্রতিবছর নিয়মিতভাবে আয়োজন করা হবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।’

Related Articles

Back to top button