জামালপুর

১৮ না আসলে ২৪ আসতো না- জামালপুরের সমাবেশে ফোন কলে ভিপি নূর

হৃদয় আহম্মেদ: বাংলাদেশ থেকে স্বৈরাচারী শাসনের পতনের এক বছর পূর্তি উপলক্ষে আজ ৫ আগস্ট মঙ্গলবার জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এক গণসমাবেশের আয়োজন করে গণ অধিকার পরিষদ জামালপুর জেলা শাখা।

সমাবেশে মোবাইল ফোনে ঢাকা থেকে সরাসরি যুক্ত হয়ে বক্তব্য দেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা নুরুল হক নূর।

তিনি বলেন, ১৮ না আসলে ২৪ আসতো না। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই বাংলাদেশে গণজাগরণের বীজ বপন হয়েছিল। সেখান থেকেই জনগণের মধ্যে রাজনৈতিক সচেতনতার উন্মেষ ঘটে, যার ধারাবাহিকতায় ২০২৪ সালে স্বৈরাচারবিরোধী পরিবর্তনের সূচনা হয়।

ভিপি নূর আরও বলেন, গণ অধিকার পরিষদের হাত ধরেই বাংলাদেশ সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। মানুষ আর অন্যায়ের কাছে মাথা নত করবে না।

এ সময় জামালপুর জেলা ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ বলেন, ভিপি নূরের নির্দেশনায় জামালপুরে জুলাই আন্দোলন-এর সূচনা হয়। তবে তারা আক্ষেপ করে বলেন, তারা যে স্বপ্ন ও আশা নিয়ে আন্দোলনে নেমেছিলেন তা এখনও পূরণ হয়নি। এজন্য আরও একটি চূড়ান্ত বিপ্লব প্রয়োজন বলে তারা মনে করেন।

জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নেতাকর্মীদের উপস্থিতিতে ফৌজদারি মোড়ের সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়। স্থানীয়ভাবে এই সমাবেশ রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

Related Articles

Back to top button