মেলান্দহ

মেলান্দহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আটক

সাকিব আল হাসান নাহিদ,মেলান্দহ: দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে জামালপুরের মেলান্দহে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে ওই ছাত্রলীগ নেতাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে সকাল ৯টার দিকে মেলান্দহ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তির নাম মোঃ রুহুল আমীন (২৮)।

সে উপজেলার ০৭ নং চরবানী পাকুরিয়া ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং মহিরামকুল গ্রামের মমিনুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, আটক রুহুল আমীনকে মেলান্দহ থানায় হওয়া নাশকতার মামলায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবেই ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। নাশকতায় জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত।

Related Articles

Back to top button