জামালপুর নিউজে সংবাদ প্রকাশ, স্ট্যাটাস দেয়া ছাত্রদল নেতাকে অব্যাহতি
সাকিব আল হাসান নাহিদ, জামালপুর: বিএনপির মিছিল নিয়ে ফেসবুকে ক্ষোভ প্রকাশের সংবাদ জামালপুর নিউজ টুয়েন্টিফোর ডটকম-এ প্রকাশের পর পদ হারালেন ছাত্রদল নেতা অমিত হাসান রবিন।
মঙ্গলবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার আহ্বায়ক মোঃ সাব্বির আহম্মেদ ও সদস্য সচিব মোঃ আসলাম উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে অব্যাহতির বিষয়টি জানানো হয়।
এর আগে রাতে ‘বিএনপির মিছিলে সড়কে যানজট- ক্ষোভ প্রকাশ করলেন ছাত্রদল নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশ করে জামালপুর নিউজ টুয়েন্টিফোর ডটকম।
অব্যাহতি পত্রে উল্লেখ করা হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর সদর উপজেলা পূর্ব শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ২নং শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রবিন হাসান (মোঃ অমিত হাসান রবিন) কে সাময়িক অব্যহতি প্রদান করা হলো।
জামালপুর সদর উপজেলা বিএনপির আয়োজনে ৫ আগস্টের বিজয় মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে নান্দিনা বাজার এলাকায় তীব্র যানজটে রসৃষ্টি হয় । দীর্ঘ এক কিলোমিটার জুড়ে প্রায় এক ঘন্টা যানজটে আটকে পড়ে শত শত গণপরিবহন।
এই পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন শরিফপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক অমিত হাসান রবিন।
নিজের আইডিতে তিনি লেখেন, এটা সমাবেশ নাকি ভোগান্তি ? পোস্টটির সঙ্গে তিনি যানজটে আটকে থাকা কয়েকটি গণপরিবহনের ছবিও যুক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করেন ।
ফেসবুকে দেওয়া ওই মন্তব্যের জেরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ছাত্রদলের শরিফপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে জানতে অমিত হাসান রবিনকে ফোন করে জানতে চাইলে তিনি কথা না বলে ফোন কেটে দেন।
তবে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. আতিকুর রহমান সুমিল জানান- নিজ দল সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্য করা দলীয় ভাবমূর্তিকে ক্ষুন্ন করে। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়। তাই তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।