সারাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শেরপুর জেলা বিএনপির বিজয় মিছিল

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: ঐতিহাসিক ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস ও ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের বার্ষিকী উপলক্ষে শেরপুর জেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের  প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় গিয়ে শেষ হয়।

মিছিলে বিএনপির জেলা, উপজেলা ও পৌর শাখার বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও “৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থান আমাদের মুক্তির প্রেরণা” — এমন শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।

মিছিলের পর সংক্ষিপ্ত সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আ্যাডভোকেট মোঃসিরাজুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মোঃমাহমুদুল হক রুবেল।

তিনি বলেন, ৩৬ জুলাই ছাত্র-জনতার সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থান না হলে আজ দেশে বাকস্বাধীনতা, গণতন্ত্র ও ভোটাধিকার নিশ্চিত হতো না। এ দিনটি আমাদের আত্মত্যাগ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক।

এ সময় আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম মাসুদ, আব্দুল মান্নান পিপি, আবু রায়হান রূপম, কামরুল হাসান,ডাঃসানসিলা জেবরিন প্রিয়াংকা, ছাইফুল ইসলাম ও ফাহিম চৌধুরী।

বক্তারা বলেন, “৫ আগস্ট ছাত্র-জনতার বিজয়ের দিন। এই দিনে স্বৈরাচারী আওয়ামী শাসনের পতনের সূচনা হয়েছিল। সেই ইতিহাস স্মরণ করে বর্তমান ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আন্দোলন আরও বেগবান করতে হবে।”

বিজয় র‍্যালিতে জেলা যুবদল,ছাত্রদল, শ্রমিক দল,সেচ্ছাসেবক দল, মহিলা দল ও তাতী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

Related Articles

Back to top button