ইসলামপুর

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ইসলামপুরে মানববন্ধন

ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে গাজীপুর চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯আগস্ট) সকালে ইসলামপুর প্রেসক্লাবের সামনে ইসলামপুর প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, সাবেক সভাপতি ফিরোজ খান লোহানী, ওসমান হারুনী, আলমাস হোসেন আওয়াল, এসএম হোসেন রানা, রহিমা সুলতানা মুকুল।

বক্তারা অতি দ্রুত নৃশংসভাবে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

এসময়  ফিরোজ শাহ,রফিকুল ইসলাম রঞ্জু, হোসেন শাহ ফকির, সৈয়দ এনামুর রকিব, এমদাদুল হক, সুমন খন্দকার, ফারুক আল আজাদ বকুলসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Back to top button