সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন
রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংস ভাবে হত্যা ও সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন,হুমকি ও হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও তুহিন হত্যা জড়িতদের দ্রুত দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে শেরপুর প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন অনষ্ঠিত হয়েছে।
রবিবার(১০আগষ্ট)দুপুর ১২ টায় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজার সভাপতিত্বে প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন সোহেলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল,সিনিয়র সহসভাপতি মুগনিউর রহমান মনি, সিনিয়র সাংবাদিক জিএম বাবুল, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়, দপ্তর সম্পাদক নাঈম মিয়া,সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান রিপন ও সাংবাদিক জাহিদুল হক মনির।
এসময় শেরপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, কোষাধক্ষ্য জুবাইদুল ইসলাম ও কার্য়কারী সদস্য শাহরিয়ার শাকিরসহ জেলা ও উপজেলা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালন কালে বিভিন্ন জায়গায় হামলা মামলার শিকার হয়। সাগর রুনির মত অনেককেই হত্যার বিচার দীর্ঘায়িত হচ্ছে। এসব হত্যার ঘটনায় বিচারের নামে শুধুমাত্র তদন্ত ও ট্রায়াল চলে। একারণে তুহিন হত্যাকারীদের বিচারের নামে কোন ট্রায়াল না করে সরাসরি শাস্তির দাবি জানান বক্তারা ।