সরিষাবাড়ী

সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে সরিষাবাড়ীতে মানববন্ধন

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা ও সারাদেশে সাংবাদিকদের উপর নির্যাতনে জড়িতদের দ্রুতবিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিতে দাবিতে মানববন্ধন করেছে সরিষাবাড়ী উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সোমবার বিকালে সরিষাবাড়ী প্রেসক্লাব এর সামনে সরিষাবাড়ী-জামালপুর মহাসড়কে উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

দৈনিক নয়াদিগন্ত পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি ইব্রাহীম হোসাইন লেবুর সভাপতিত্বে ও দৈনিক মানবকন্ঠের সরিষাবাড়ী প্রতিনিধি জাকারিয়া জাহাঙ্গীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- দৈনিক মানবজমিনের সরিষাবাড়ী প্রতিনিধি এম এ রউফ, দৈনিক সমকাল পত্রিকার সরিষাবাড়ী প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক, দৈনিক যুগান্তরের সরিষাবাড়ী প্রতিনিধি জহুরুল ইসলাম ঠান্ডু, দৈনিক সংবাদের সরিষাবাড়ী প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, দৈনিক আমার দেশ-এর সরিষাবাড়ী প্রতিনিধি সোলায়মান বাবু, আমাদের সময়ের সরিষাবাড়ী প্রতিনিধি আবুল হোসেন, এশিয়ান টিভির সরিষাবাড়ী প্রতিনিধি মোস্তাক আহমেদ মনির, কালবেলার সরিষাবাড়ী প্রতিনিধি ইসমাইল হোসেন, শহিদুল্লাহ শহিদ ভিপি।

মানববন্ধনে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

এসময় বক্তারা বলেন- দেশে যে ভাবে সাংবাদিক নির্যাতন ও নৃশংস ভাবে হত্যা হচ্ছে তাতে পুরো সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। দেশের প্রচলিত আইনের ফাঁক ফুকরের কারণে নির্যাতিত ও হত্যার শিকার সাংবাদিকদের পরিবার সঠিক বিচার পাচ্ছে না যার ফলে দিন দিন সাংবাদিক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটেই চলেছে।

তাই সাংবাদিক দমনে কালো আইন বাতিল করে সাংবাদিক সুরক্ষা আইন প্রনয়ন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত সহ দ্রুত বিচার ট্রাইব্যুনালে তুহিন হত্যাকাণ্ডে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।

Related Articles

Back to top button