সরিষাবাড়ী

সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে শিশুর মৃত্যু

স্বপন মাহমুদ, সরিষাবাড়ী: জামালপুরের সরিষাবাড়ীতে গলায় চানাচুর আটকে সুয়াইফা নামে ১১ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গত বুধবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে সরিষাবাড়ী পৌরসভার ৬নং ওয়ার্ডের মাইজবাড়ী ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

সুয়াইফা কোনাবাড়ী গ্রামের সাইদুল রহমানের মেয়ে। এ ঘটনায় এলাকায় গভীর শোকের ছাঁয়া নেমে এসেছে।

সুয়াইফার স্বজনেরা জানান- রাত ৮ টার দিকে বাড়ীতে সুয়াইফার ৫ বছর বয়সী খালাতো বোন বেড়াতে আসে। এসময় তার খালাতো বোনকে চানাচুর খেতে দেয় সুয়াইফার মা ছানুয়ারা। পরে সবার অগোচরে খালাতো বোন সুয়াইফার মুখে চানাচুর দেয়। এসময় সুয়াইফার গলায় আটকে গেলে সে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা আসলে তার মুখে ও গলায় চানাচুর দেখতে পায়। কিছুক্ষন পর তার শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে পড়লে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে শিশুর বাবা সাইদুল ও তার দাদা জানান, ‘হঠাৎ করে চানাচুর মুখে দেওয়া কারনে তাদের সন্তানের মৃত্যু হয়। রাত সাড়ে ১১টায় ১ম জানাজা নানার বাড়ি খাগুরিয়াতে হয়েছে। ২য় জানাজা তাদের বাড়ি কোনাবাড়ী অনুষ্ঠিত হয় এবং সেখানেই দাফন করা হয়েছে বলেও তারা জানান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ড়াঃ সাইদুর রহমান শাওন বলেন, ‘শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী তার গলায় চানাচুর আটকে শ্বাসরোধ হয়েই শিশুটির মৃত্যু হয়।

Related Articles

Back to top button