ইসলামপুর
ইসলামপুরে ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুর ইসলামপুরে ডেভিল হান্ট অভিযানে চর গোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান মো, শহিদুল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৩ আগষ্ট) ভোরে উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের বোর্ড বাজার এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ স ম আতিকুর রহমান জানান, আটককৃত চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক। বুধবার ভোর রাতে ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুরের চর গোয়ালিনী বোর্ড বাজার এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।