মেলান্দহে ফুটপাত দখলমুক্তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ: জামালপুরের মেলান্দহ পৌরসভা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক এসএম আলমগীর। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন।
অভিযানে মেলান্দহ বাজারের প্রধান সড়ক, পান হাটি, মাছ হাটি, সবজি হাটি ও আশপাশের এলাকায় ফুটপাত দখল করে স্থাপিত অবৈধ দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। কিছু ব্যবসায়ী সময় চাওয়ায় শর্তসাপেক্ষে দুই দিনের সময়সীমা দেওয়া হয়।
স্থানীয়রা জানান- দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করায় সড়কে যানজট, পথচারীদের চলাচলে বিঘ্ন এবং বাজারে ভোগান্তি বৃদ্ধি পাচ্ছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকলে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর বলেন-“পূর্বে মাইকিং করে সতর্ক করা হলেও অনেকেই নির্দেশ অমান্য করে ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাচ্ছিল। জনস্বার্থে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে এবং তা নিয়মিত চলবে।”
অভিযানে মেলান্দহ পৌর নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান, মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম, মেলান্দহ পৌরসভার সহকারী প্রকৌশলী মুয়াক্ষির হোসেন, ভারপ্রাপ্ত হিসাব রক্ষক আকসুর রহমান, বাজার পরিদর্শক নুর ইসলাম, সহকারী কর আদায়কারী আহসান উল্লাহ, সহকারী লাইসেন্স পরিদর্শক খায়রুল ইসলাম, আজিজুর রহমান ও নক্সাকার সেলিম উল্লাহসহ উপজেলা, পৌরসভা ও থানার কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।