সারাদেশ

সুপ্রিম কোর্টে পারমিশন প্রাপ্ত নবীন আইনজীবীদের সম্মাননা

সুপ্রিম কোর্ট বারের প্লাটিনাম লাউঞ্জে সাউথইস্ট ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন (সিউলা), সুপ্রিম কোর্ট শাখার আয়োজনে ২০২৫ সালে সুপ্রিম কোর্টের পারমিশনপ্রাপ্ত বিজ্ঞ আইনজীবীদের সম্মাননা, পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার দুপুরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে নবীন আইনজীবীরা নিজেদের পরিচয়, অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি পেশাগত উন্নয়ন, নৈতিকতা ও আইনজীবী জীবনের চ্যালেঞ্জ নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়।

এসোসিয়েশন এর আহ্বায়ক এডভোকেট নিয়াজ মোহাম্মদ মাহাবুব এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মোঃ ফারুক হোসেন তপাদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সুপ্রিম কোর্ট শাখার সদস্য সচিব এডভোকেট গাজী তৌহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সদস্য সৈয়দ ফজলে এলাহী অভি, মোঃ আশিকুজ্জামান নজরুল, এডভোকেট মোঃ আরিফুল আলম, সহকারী অ্যাটর্নি জেনারেল মোঃ সাব্বির হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল এমরান হোসেন সজিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল আসমা হোসেন জীবনী।

Related Articles

Back to top button