বকশীগঞ্জপ্রধান খবর

বকশীগঞ্জ কেন্দ্রীয় মার্কাজ মসজিদে চরম অব্যবস্থাপনা-ক্ষুব্ধ মুসল্লিরা

মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় মার্কাজ মসজিদটি একসময় তার ঐতিহ্য ও গৌরবের জন্য সুপরিচিত ছিল। কিন্তু বর্তমানে নানা অব্যবস্থাপনা ও সংস্কারের অভাবে এর জৌলুস হারাচ্ছে। গত ৩০-৩৫ বছরেও মসজিদের উল্লেখযোগ্য কোনো উন্নতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় মুসল্লিরা।

শুক্রবার মসজিদটিতে গিয়ে দেখা গেছে- মসজিদের বর্তমান অবস্থা অত্যন্ত করুণ। দেয়াল ও ছাদের পলেস্তারা উঠে গেছে, আর রং উঠে বিবর্ণ হয়ে আছে। দ্বিতীয় তলার অনেক ফ্যান নষ্ট হওয়ার পথে। এছাড়া, মসজিদের সামনের ও উত্তর অংশ দখল করে গড়ে উঠেছে দোকানপাট, যা পরিবেশকে আরও বিশৃঙ্খল করে তুলেছে।

মসজিদ ঘুরে আরো দেখা যায়- সবচেয়ে খারাপ অবস্থা হলো অযুখানা ও পায়খানা-প্রসাব করার কক্ষের। বেশ কয়েকটি পানির ট্যাব নষ্ট হয়ে আছে। যেগুলো সচল আছে, সেগুলোতেও শ্যাওলা জমে স্যাঁতসেঁতে হয়ে গেছে। এর ফলে মুসল্লিদের অজু করতে চরম ভোগান্তি পোহাতে হয়। অন্যদিকে, মসজিদের পায়খানা ও প্রসাবের কক্ষ প্রায়ই তালাবদ্ধ থাকে এবং অপরিচিত মুসল্লিদের ব্যবহারের জন্য টাকা দিতে হয়। স্থান সংকুলান না হওয়ায় অনেক মুসল্লিকে অযুখানা ও মসজিদের প্রবেশ পথে দাঁড়িয়ে নামাজ আদায় করতে হয়। মসজিদের বুকশেলফে পড়ার মতো পর্যাপ্ত বই নেই। যে কয়েকটি বই আছে, সেগুলোও জীর্ণশীর্ণ।

স্থানীয়দের অভিযোগ, মসজিদ এবং বাজারে বিভিন্ন সময়ে অর্থ সংগ্রহ করা হলেও এর কোনো স্বচ্ছ আয়-ব্যয়ের হিসাব নেই। সম্প্রতি মসজিদ কমিটি গঠন নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

নিয়মিত মুসল্লিদের অভিযোগ, তাদের বাদ দিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদের দ্রুত সংস্কার এবং আধুনিকায়নের দাবি জানিয়েছেন, যাতে এই ঐতিহ্যবাহী মসজিদের সম্মান ও গুরুত্ব বজায় থাকে।

বকশীগঞ্জ কেন্দ্রীয় মার্কাজ মসজিদের সভাপতি আলহাজ্ব আরিফ সিদ্দিকী বলেন- “বিগত দিনগুলোতে সরকারি বা ব্যক্তিগত পর্যায় থেকে আমরা বড় ধরনের কোনো সহযোগিতা পাইনি। আমার ব্যক্তিগত উদ্যোগে এবং কয়েকজন শুভাকাঙ্ক্ষীর সহায়তায় এতো দিন কোনোভাবে মসজিদের কার্যক্রম ও খরচ চালিয়ে এসেছি। তবে নতুন যে কমিটি গঠিত হয়েছে, তাতে আমার দৃঢ় বিশ্বাস যে, আগামী ছয় মাসের মধ্যেই মসজিদের সকল সমস্যার সমাধান হবে, ইনশাআল্লাহ।”

Related Articles

Back to top button