বকশীগঞ্জ

বকশীগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৬

মতিন রহমান,বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে জমি সংক্রান্ত  বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন এবং ছয়জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

নিহত ব্যক্তির নাম দুলাল শেখ (৫৫)।

স্থানীয়রা জানান- ভাটি কলকিহারা গ্রামের মৃত সেকান্দর শেখের ছেলে দুলাল শেখের পরিবারের সঙ্গে একই এলাকার বিল্লাহ হোসেনের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জন্য প্রায়ই উত্তপ্ত বাক্য বিনিময় ও ছোটখাটো ঝগড়ার জন্ম দিত।

রবিবার (১৭ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে সেই বিরোধ তুঙ্গে ওঠে এবং দু’পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে গ্রামের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। প্রায় আধঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে দুলাল শেখ গুরুতর আহত হন।

এছাড়া আরও ছয়জন আহত হন- যাদের মধ্যে রয়েছেন মোহাম্মদ নূর চান মিয়া (৪০), মোহাম্মদ হেলাল উদ্দিন (৪৫), মোঃ কামাল হোসেন (২৮), মোঃ বিল্লাল হোসেন (৪০), মোহাম্মদ নঈম উদ্দিন (৫০), এবং মোঃ বিজয় (৭)। আহতদের মধ্যে দুলাল শেখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান-সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শুরু হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে। যারা এই সংঘর্ষের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

Related Articles

Back to top button