মাদারগঞ্জ

মাদারগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ী ছিনতাই, গ্রেফতার ৪

এম আর সাইফুল, মাদারগঞ্জ: জামালপুরের মাদারগঞ্জের মাদক ব্যবসায়ী ছিনতাইয়ের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর রবিবার (১৭ আগস্ট) ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে মাদারগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মাদারগঞ্জ উপজেলার ১ নং চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চর পাকের দহ গ্রামের দুদু মন্ডলের ছেলে মো: আজিজুল হক বাবু (৩২), ইদু মন্ডলের ছেলে মো: রাসেল(৩৪), আসাদ মন্ডলের ছেলে স্বপন (২৮), মরহুম কছর মন্ডলের ছেলে সুজা মন্ডল(৫৫)।

এই ঘটনায়গ্রেফতার হওয়া ৪জনকে রবিবার দুপুর আড়াইটায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ।

পুলিশ জানায়- শনিবার (১৬ আগস্ট) রাত ৯ টা ৪৫ মিনিটে পশ্চিম চর পাকেরদহ গ্রামের বাংলা বাজার এলাকায় এসআই হাসিব আল মাহফুজের নেতৃত্বে এএসআই মজিবর রহমান, এএসআই নাইমুর রহমান, পুলিশ সদস্য ইয়াসিন মিয়া সহ পুলিশ সদস্যরা  চর পাকের দহ গ্রামের কালু মন্ডলের ছেলে ইয়াবা ব্যবসায়ী নাছির ওরফে চিকু (২৫) কে ৩৩ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে থানার উদ্দেশ্যে রওনা হলে মাদক ব্যবসায়ীর আত্মীয় স্বজন ও তার সিন্ডিকেটের ৫ শতাধিক সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে আসামী ছিনতাই করে নিয়ে যায়।  এ সময়  এএসআই মুজিবুর রহমান, এএসআই নাইমুর রহমান আহত হলে পুলিশ সদস্যরা গিয়ে দুইজনকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।  পরে রাতেই এসআই হাসিব আল মাহফুজ থানায় গিয়ে বলপূর্বক সরকারী কাজে বাধা দান ও পুলিশ সদস্যদের আঘাত করার অপরাধে ১৮৬০ পেনাল কোডের ১৪৩/৩৪১/৩৫৩/৩৩২ /১৮৬ /৩৪ ধারায় ৮ জন এজাহার নামীয় ও ৬০/৭০ অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ বিষয়ে রবিবার দুপুর ৩ টায় সাংবাদিকদের বিষয়টি সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান-গতকাল রাতে পুলিশ মাদক ব্যবসায়ী নাছির চিকুকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার সময় বাংলা বাজার এলাকায় পুলিশকে আটক করে আসামী ছিনিয়ে নিয়ে যায় মাদক সিন্ডিকেট এর সদস্যসহ স্থানীয়রা।  পরে আহত পুলিশ সদস্যরা হাসপাতালে চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করে৷

তিনি আরও জানান- মামলা দায়েরের পর অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে ৷ তারা প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে।  মাদক ব্যবসায়ী ও এজাহার নামীয় আসামীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।  পাশাপাশি ৪ জনকে ৫ দিনের জন্য পুলিশ রিমান্ড আবেদন করে রবিবার দুপুরে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।  এ ছাড়াও আরেকটি মাদক মামলা মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে।

Related Articles

Back to top button