জামালপুর

জামালপুরে ডিবি পুলিশের অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজন আটক

হৃদয় আহম্মেদ,জামালপুর: জামালপুরে মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (১৮ আগস্ট) সন্ধ্যা ছয়টার দিকে সদর উপজেলার বামুনপাড়া এলাকার একটি পরিত্যক্ত ঘর থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মো. রাকিব হাসান (৩০), মো. আল আমিন (৪৪) ও মো. সমুন আহম্মেদ (১৯)। তারা সবাই জামালপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহাগ রানা বলেন-‘জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আমাদের একটি টিম বিশেষ অভিযান চালায়। এ সময় তিনজনকে মাদকসহ আটক করা হয়। এই ঘটনায় জামালপুর সদর থানায় নিয়মিত মামলা হয়েছে। পরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

 

Related Articles

Back to top button