জামালপুর

জামালপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

জাহাঙ্গীর আলম জামালপুর:  জামালপুর সদর উপজেলার ঘোড়াধাপ ইউনিয়নের দখলপুর আটাপাড়া গ্রামে সাবিনা ইয়াসমিন (২৪) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

২০শে আগস্ট বুধবার সন্ধ্যা দিকে সাবিনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এবং সাবিনার শ্বশুর বাড়ি লোকজনের দাবি করেন, সাবিনা তাহার স্বামী সাথে ঝগড়া করে বিষপানে আত্মহত্যা করেছেন।

খবর পেয়ে সাবিনার বাবা হাছেন আলী এবং মা ফাতেমা বেগম তার জামাই বাড়িতে পৌঁছালে মেঝেতে পড়ে থাকা মেয়ের লাশ দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তার ফাতেমা বেগম অভিযোগ করেন- তাদের মেয়েকে শারীরিক ও মানসিক নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং পরে তা বিষপানে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা চলছে।

খবর পেয়ে নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সজিব রহমান এবং এসআই সাইদুর ইসলাম ফোর্স নিয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদে পর পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রতিবেদন তৈরি করেন তবে ঘটনার পর থেকেই সাবিনার স্বামী সুজন মিয়া পলাতক রয়েছেন।

সাবিনার বাবা-মা জানান- বিয়ের পর থেকেই সাবিনাকে তার স্বামী সুজন মিয়া বিভিন্ন কারণে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। তারা মনে করেন, এই নির্যাতনই তাদের মেয়ের মৃত্যুর কারণ। স্থানীয় এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ সজিব রহমান জানান- প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে বিষ পানের আত্মহত্যা নাকি হত্যা এটি ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সেই অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Related Articles

Back to top button