জামালপুরপ্রধান খবর

ইটাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জাহাঙ্গীর আলম,জামালপুর: জামালপুরের সদরের ইটাইলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ইটাইল ইউনিয়নের দমদমা দক্ষিণপাড়া গ্রামে এই  ঘটনায় ঘটে।

মারা যাওয়া শিশুরা হলেন-  দমদমা দক্ষিণপাড়া গ্রামের মোঃ শরিফুল ইসলামের ৬ বছর বয়সী ছেলে মোঃ মুতাসির বিল্লা তৌকি ও  একই গ্রামের মোঃ আরিফুল ইসলামের ৬ বছর বয়সী ছেলে ছেলে মোঃ আরিউল্লা রাইয়ান।

মারা যাওয়া শিশুদের স্বজনেরা জানান- প্রতিবেশী শিশু দুটি তাদের নিজ বাড়ির সামনে পুকুর পাড়ে খেলা করছিলো। খেলার এক পর্যায়ে তারা দুজনেই পুকুরের পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং এক সময় পুকুরের পানিতে তাদের ভেসে থাকতে দেখে। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে  মুক্তাগাছা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আশরাফ হোসেনস বিষয়টি নিশ্চিত করে জানান- স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ও আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে মরদেহ।

Related Articles

Back to top button