সারাদেশ

শেরপুরে বন্ধুকে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে এক বন্ধুর হাতে প্রাণ হারালেন তুলা মিয়া নামে এক ব্যক্তি।

রবিবার (২৪ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের মরাখলা ছালাতলা গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

স্থানীয়রা জানান- তুলা মিয়ার ঘনিষ্ঠ বন্ধু নাজমুল হোসেন তাকে নিজ বাড়িতে ডেকে নেন। সেখানে কোনো এক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে নাজমুল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তুলা মিয়া। এরপর নাজমুল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে খবর পেয়ে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তুলা মিয়াকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে নলিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃসোহেল রানা তুলা মিয়া নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হত্যার কারণ ও জড়িতদের পরিচয় জানার চেষ্টা চলছ বলে জানিয়েছেন ওসি সোহেল রানা।

Related Articles

Back to top button