ভিপি নুরের ওপর হামলার প্রতিবাদে বকশীগঞ্জে মশাল মিছিল
মতিন রহমান,বকশীগঞ্জ: রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে জামালপুরের বকশীগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে স্থানীয় গণ অধিকার পরিষদ।
শনিবার (৩০ আগষ্ট) রাত ৮টায় মালিবাগ দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে পুরাতন বাসস্ট্যান্ডের বটতলা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন- জামালপুর জেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সাদ আহমেদ রাজু, বকশীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী শাহরিয়ার আহমেদ সুমন, বকশীগঞ্জ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিক, জামালপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি সাজ্জাদুল ইসলাম, শেরপুর জেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব শিবলু আহমেদসহ আরো অনেকে।
বক্তারা বলেন- শেখ হাসিনার সরকারের দোসর জাতীয় পার্টির সমর্থকেরা কোটা সংস্কার আন্দোলনের মতো একটি সফল আন্দোলনের নেতৃত্বদানকারী এক ‘জুলাই যোদ্ধার’ ওপর হামলা চালিয়েছে। তাঁরা এই হামলার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
একইসঙ্গে, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করারও দাবি জানান তাঁরা। অন্যথায়, আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।