রৌমারী-চর রাজিবপুর

রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ভারতীয় ঔষধ ও ক্রীম আটক

মাসুদ পারভেজ,রৌমারী (কুড়িগ্রাম): চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়’ এমনই মনোভাবকে সামনে রেখেই জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান পিএসসির সার্বিক দিক নির্দেশনায় নিজস্ব গোয়েন্দার তথ্যের ভিত্তিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী নামক স্থান থেকে রাতে ভারতীয় ঔষধ Tab:Amlodipine- ৮১০ পিস ও ভারতীয় স্কীন সাইন ক্রীম ১২০ পিস আটক করতে সক্ষম হয়। জব্দকৃত ভারতীয় স্কীন সাইন ক্রীম রৌমারী কাস্টমস এ এবং ভারতীয় ঔষধ ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা দেওয়া প্রক্রিয়া চলছে।

শনিবার ৩০ আগস্ট সহকারি পরিচালক ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

জামালপুর (৩৫ বিজিবি‘র) ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল হাসানুর রহমান জানান, গয়টা পাড়া বিওপির শৌলমারী সীমান্ত নামক স্থান দিয়ে ভারত হতে বাংলাদেশে পাচারের সময় গয়টা পাড়া বিওপির বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৬০/৫ টি হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শৌলমারী নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ঔষধ ৮২০ পিস এবং স্কীন সাইন ক্রীম ১২০ পিস আটক করতে সক্ষম হয়।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, মহাপরিচালক মহোদয় কর্তৃক ঘোষিত চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্তে মাদক ও সকল ধরনের চোরাচালান পাচার রোধকল্পে সীমান্ত সুরক্ষার দৃঢতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ৩৫ বিজিবি সদস্যরা।

Related Articles

Back to top button