আগামী সংসদ নির্বাচনে ছাত্রদলের করণীয় শীর্ষক আলোচনা সভা
ফিরোজ শাহ, ইসলামপুর: জামালপুরের ইসলামপুরে ছাত্রদলের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভার সভাপতিত্ব করেন ইসলামপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ নাঈম মিয়া।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ.এস.এম আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইসলামপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ সভাপতি নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা বিএনপির সহ সভাপতি ও জেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন সরকারসহ উপজেলা বিএনপির নেত্রীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এ.এস.এম আব্দুল হালিম বলেন- একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় নির্বাচন কেবল ক্ষমতা হস্তান্তরের মাধ্যম নয় বরং এটি জনগণের আশা-আকাঙ্ক্ষা, ন্যায়বিচার ও উন্নয়নের প্রতিফলন। তাই জাতীয়তাবাদী ছাত্রদলের ভূমিকা আগামী দিনগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন- দেশব্যাপী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিট পর্যায়ে ছাত্রদলকে নতুন উদ্যমে সংগঠিত করতে হবে। যোগ্য, ত্যাগী ও পরিশ্রমী নেতৃত্ব গড়ে তুলতে হবে। ভোটাধিকার রক্ষা ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে ফেসবুক, টুইটার ও ইউটিউবসহ সব মাধ্যমে জনগণের সমস্যা, ছাত্রদলের সঠিক বার্তা ও নীতিমালা তুলে ধরার আহ্বানও জানান তিনি।