বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বকশীগঞ্জে র্যালি ও সমাবেশ
মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, সহসভাপতি অ্যাডভোকেট মোকাম্মেল হক, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল এবং উপজেলা যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর।
এসময় বক্তারা বলেন- ১৯৭৮ সালের এই দিনে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তাঁর মৃত্যুর পর বেগম খালেদা জিয়া দলের হাল ধরেন এবং তাঁর নেতৃত্বে দলটি তিনবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৭ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করে দল পরিচালনা করছেন।
বক্তারা আরও বলেন-বিএনপি ১৮ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে রয়েছে। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। তারা সবাইকে সচেতন থাকার আহ্বান জানান, যাতে ঘোষিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন হয়।