মেলান্দহপ্রধান খবর

সরকারি বিদ্যালয় ভবন উদ্বোধন করলেন বিএনপি নেতা

জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি বিদ্যালয়ের চার তলা ভবনের উদ্বোধন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মেলান্দহ উপজেলার সভাপতি পদেও আছেন। তবে এই উদ্বোধনের বিষয়ে জানেন না শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী।

বৃহস্পতিবার (০৪ সেপ্টম্বর) বেলা ১২টার দিকে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের ঘোষেরপাড়া এলাকার করিমুজ্জামান তালুকদার উচ্চবিদ্যালয়ের শিক্ষক ও কমিটিবৃন্দের আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে করিমুজ্জামান তালুকদার উচ্চবিদ্যালয়ে চারতলা ভবন নির্মানের কাজ বাস্তবায়ন করা হয়েছে।

নতুন ভবন উদ্বোধন করার বিষয়ে জানতে চাইলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী বলেন, উদ্বোধনের বিষয়টি আমি জানি না। আমাকে কোনো দাওয়াত কার্ড দেওয়া হয়নি। তবে ভবনের কাজ শেষ হওয়ায় আমরা প্রতিষ্ঠান প্রধানের কাছে হস্তান্তর করেছি।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে জানা যায়- ২০১৯-২০ অর্থ বছরে চারতলা ভবন নির্মানের জন্য দরপত্র আহ্বান করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কাজটি পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ভাওয়াল কন্সট্রাকশন। ৩ কোটি ৩৮ লাখ টাকা চুক্তিমূল্যে ২০১৯ সালের আগস্ট মাসে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়। গত বছর ফেব্রুয়ারী মাসে কাজ শেষে প্রতিষ্ঠান প্রধানের কাছে হস্তান্তর করেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।

স্থানীয় কয়েকজন জানান-ঠিকাদারের এখনো সম্পন্ন কাজ শেষ হয়নি। কিছু কাজ এখনো বাকী রয়েছে। স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা বিদ্যালয় ভবনের প্রবেশ করতেই একটি দেওয়ালে তাঁরকাটা দিয়ে সাদা পাথরের ওপর উদ্বোধনী নামফলকটি স্থাপন করা হয়। সেই নামফলক লাল কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এছাড়াও ওই বিদ্যালয়ের ফটকে বেলুন দিয়ে সাজানো হয়েছিল। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল করিমুজ্জামান তালুকদার উচ্চ বিদ্যালয়ের ফলকের সামনে আসেন। এরপর শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে তিনি চারতলা ভবনের উদ্বোধন করেন।

এ ভবন উদ্বোধন উপলক্ষ্যে বিদ্যালয়ের নতুন ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মো.সৈয়দ হাফিজুল্লাহ বিজয়, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো.রেজাউল করিম বুলবুল।

এছাড়াও উপজেলা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম মোবাইল ফোনে বলেন, ‘সরকারই তো নাই। এমপি-মন্ত্রী পাবেন কোথায় এখন। আমিও রাজনীতি করি। বিএনপির রাজনীতি করি। আমি চাইবো আমার নেতাকে দিয়ে যে কোনো কাজ উদ্বোধন করাতে। সভাপতি হিসেবে আমি নিজেই তো উদ্বোধন করতে পারতাম। আমি তাকে ওই আসনে বসিয়েছি, সম্মান দিছি। তাকে দাওয়াত দিছি। সে উদ্বোধন করছে।’

এ প্রসঙ্গে করিমুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সিনহাজ উদ্দিন বলেন, ‘তাদেরকে সে রকম কিছু বলতে পারি না। এটা স্কুল থেকে করা হয়নি, দলীয়ভাবে করা হয়েছে।’

এ বিষয়ে বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুলের মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি বলেন, ‘উদ্বোধন তো বাংলাদেশের যে কোনো সিনিয়র সিটিজেনই করতে পারেন। একজন সিনিয়র সিটিজেন হিসেবে, একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে প্রতিষ্ঠানের একটা বিল্ডিংয়ের উদ্বোধন তো করার সুযোগ আছেই। একজন সম্মানী, গ্রহণযোগ্য ব্যক্তির উদ্বোধন করার সুযোগ আছে।’

Related Articles

Back to top button