বকশীগঞ্জ

ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি-অনিয়মের অভিযোগ: প্রশাসক নিয়োগের দাবি

ম‌তিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সার বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনেছেন পরিষদের নির্বাচিত সদস্যরা। তার পরিবর্তে দ্রুত একজন প্রশাসক নিয়োগের জন্য তারা জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যরা বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে জেলা প্রশাসকের কাছে এই আবেদন জমা দেন।

আবেদনকারী সদস্যদের মধ্যে রয়েছেন সুজা মিয়া, আব্বাছ মিয়া, আশরাফুল ইসলাম, আব্দুর রহমান মুন্সি, শারমিন আক্তার আক্কেল, হুমায়ুন কবির, মোয়াজ্জেম হোসেন, মাছুম মিয়া বাবলু এবং সংরক্ষিত সদস্য সুজেদা বেগম, সাজেদা বেগম ও ফরিদা বেগম।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে- চেয়ারম্যানের পদ শূন্য হওয়ার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়ে হামিদুর রহমান ফর্সা নিজ স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। তিনি ইউপি ট্যাক্স, ট্রেড লাইসেন্স, উন্নয়ন প্রকল্প, টিআর, কাবিখা ও কাবিটাসহ সব কার্যক্রম নিজের ইচ্ছামতো পরিচালনা করছেন।

সদস্যরা আরও অভিযোগ করেন- তিনি মাসিক সমন্বয় সভা না করেই জোর করে রেজুলেশন খাতায় তাদের স্বাক্ষর নেন। যারা প্রতিবাদ করেন, তাদের হুমকি-ধমকি ও গালিগালাজ করা হয়।

আবেদনে উল্লেখ করা হয়- ২০২৪ সালের ২১ এপ্রিল থেকে ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ইউপি সদস্য মাসিক সম্মানী ভাতা পাননি।

এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান বলেন, ভাতা পেতে হলে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করতে হবে।

এই পরিস্থিতিতে ইউনিয়ন পরিষদের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে সদস্যরা জানান। সুষ্ঠু পরিচালনার জন্য তারা দ্রুত একজন প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন জানান- তিনি অভিযোগ পত্রটি হাতে পেয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং নীতিমালা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Related Articles

Back to top button