জামালপুর

জামালপুরে খালেদা জিয়ার ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া

শফিকুল ইসলাম,জামালপুর: জামালপুরে বেগম খালেদা জিয়া’র ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বের) বিকেলে শহরের পৌরসভার কাছে জেলা পরিষদ মিলনায়তনের সামনে জামালপুর সদর উপজেলা ও শহর বিএনপি এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।

সভায় শহর বিএনপির সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক সজিব খান, সদর উপজেলা বিএনপির সভাপতি মো: শফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো: আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বেগম খালেদা জিয়ার দেশ ও জাতীর প্রতি অবদানের কথা উল্লেখ করে বলেন- স্বৈরাচার এরশাদের আমলে শেখ হাসিনা যখন স্বৈরাচারের সাথে আতাত করে বিদেশে পালিয়ে গিয়েছিলো। সেই সময় বেগম জিয়া দেশের মানুষ ও বাংলাদেশের গণতন্ত্রের সাথে বেইমানি না করে কারাবরণ করেছিলো। তাই বাংলাদেশের মানুষের কাছে তিনি আপোষহীন নেত্রীর উপাধি পেয়েছে।

পরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানে সুস্থতা কামনা করে দোয়া করা হয়।

Related Articles

Back to top button