মেলান্দহ

২০৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি কারাগারে

সাকিব আল হাসান নাহিদ, মেলান্দহ : জামালপুরের মেলান্দহে বিশেষ অভিযানে ২০৫০ পিস ইয়াবাসহ আটক মাদক কারবারি দুলাল মিয়া (৪৫)কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আদালতে তোলা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে শনিবার (১৩ সেপ্টেম্বর ) সন্ধ্যায় মেলান্দহ বাজারস্থ ছাগল হাটির ইজারা অফিসের সামনে থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। আটক দুলাল উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামের মৃত শামছুল সর্দারের ছেলে।

পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির প্রস্তুতি কালে দুলালকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা ২০৫০ পিস ইয়াবার বাজারমূল্য প্রায় ৬ লাখ ১৫ হাজার টাকা।

পুলিশ আরও জানায়, অভিযানের সময় দুলালের স্ত্রী মিনা বেগম কৌশলে পালিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুলাল স্বীকার করে, ইয়াবাগুলো সে মাহমুদপুর বাজারের মরহুম নয়ন মন্ডলের ছেলে ফকরুলের (৪৮) নিকট বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়েছে।

মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন- গ্রেফতারকৃত দুলালকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

Related Articles

Back to top button