সারাদেশ

শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর: আসন্ন শারদীয় দূর্গাপূজা-২০২৫ উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ধর্মীয় ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৪ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায়  বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, শেরপুর সেনা ক্যাম্পের মেজর মাইদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির উপঅধিনায়ক মিজানুর রহমানসহ আরো অনেকে।

এ সময় শারদীয় দূর্গাপূজা উদযাপন কমিটির জেলা ও থানা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, সুধীজন সহ জেলা পুলিশ, জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বছর জেলায় ১৭২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button