দেওয়ানগঞ্জ

ইমাম-মুয়াজ্জিনের জন্য কল্যাণ তহবিল গঠন করলো দেওয়ানগঞ্জ থানা

মহসিন রেজা রুমেল,দেওয়ানগঞ্জ : জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা মসজিদ কমপ্লেক্সের ইমাম ও মুয়াজ্জিনের জন্য কল্যাণ তহবিল গঠন করলো দেওয়ানগঞ্জ মডেল থানা কর্তৃপক্ষ।

শুক্রবার জুমার নামাজ শেষে এক বছরের টাকা কল্যাণ তহবিলে জমাদানের মধ্য দিয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান।

থানা মসজিদ কমপ্লেক্সের ইমাম, মুয়াজ্জিনের মাসিক সন্মানী দেওয়া হয় মসজিদের মুসুল্লিদের দানের অর্থ থেকে। এছাড়াও দায়িত্ব পালন শেষে তাদের হাতে এককালীন টাকা তুলে দেওয়ার নিমিত্তে এই কল্যাণ তহবিল গঠন করা হলো। এতে প্রতিমাসে ইমামের জন্য ১হাজার ও মুয়াজ্জিনের জন্য ৫শত টাকা জমা করা হবে। ইমাম ও মুয়াজ্জিনগণ তাদের দায়িত্ব পালন শেষে অবসরে গেলে এই কল্যাণ তহবিলের টাকা প্রাপ্ত হবেন।

দেওয়ানগঞ্জ মডেল থানা মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আলী বলেন, এই কল্যাণ তহবিল গঠনের মধ্য দিয়ে থানা কর্তৃপক্ষ আমাদেরকে সন্মানিত করেছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন-থানা মসজিদের ইমাম, মুয়াজ্জিনগণের জন্য কল্যাণ তহবিল গঠন প্রক্রিয়ায় জড়িত থাকতে পেরে আনন্দিত বোধ করছি। আশা করি আমাদের এই উদ্যোগ দেশের প্রত্যেকটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য তহবিল গঠনের অনুপ্রেরণা জোগাবে। আমি অত্র থানায় যোগদানের পর থেকে মসজিদটির সংস্কার সহ সৌন্দর্যবর্ধনের কাজ করার চেষ্টা করেছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button