নরুন্দিতে দুর্গা পূজার শেষ মুহূর্তের প্রস্তুতি
জাহাঙ্গীর আলম জামালপুর: আর মাত্র কয়েক ‘দিন পরেই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, দুর্গাপূজা। এই উৎসবকে ঘিরে সারা দেশের মতো জামালপুরের সদর উপজেলার নরুন্দি ও তারাগঞ্জে এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
প্রতিটি পূজামণ্ডপ সেজে উঠছে নতুন সাজে। প্রতিমা তৈরির কারিগর মৃৎশিল্পীরা দিন-রাত কাজ করে চলেছেন। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় খড়, মাটি আর রং-তুলির জাদুতে জীবন্ত হয়ে উঠছে দেবী দুর্গা ও তার সঙ্গীরা।
২৩ সেপ্টেম্বর মঙ্গলবার তারাগঞ্জ বাজারে দত্ত বাড়িতে প্রজামণ্ডপ পরিদর্শন করে জানা যায়- এই বছরে সদর উপজেলার নরুন্দি, ইটাইল, ঘোড়াধাপ ইউনিয়নে মোট ১২টি পূজামণ্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে চলছে প্রতিমা সাজানো, প্যান্ডেল তৈরি এবং আলোকসজ্জার কাজ। পূজার কয়েকদিন আগেই এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে৷
মৃৎশিল্পীরা জানান- পূজার আগেই সব প্রতিমা তৈরি ও রং করার কাজ শেষ করতে হবে। তাই তাদের হাতে এখন একটুও সময় নেই। তাদের অক্লান্ত পরিশ্রমে দেবী দুর্গা তার সন্তানদের নিয়ে মর্ত্যে আসার জন্য প্রস্তুত হচ্ছেন। এই বছর পূজার উৎসবকে ঘিরে সবার মধ্যে নতুন উদ্দীপনা ও আনন্দ দেখা যাচ্ছে। স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষের যৌথ প্রচেষ্টায় পূজা যেন নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই প্রত্যাশাই এখন সবার।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ সজিব রহমান জানান-“আমি এবং আমার অফিসার ফোর্স সহ প্রতিটি পূজামণ্ডপ নিয়মিত পরিদর্শন করছি এবং সার্বক্ষণিক খোঁজখবর রাখছি। আইন-শৃঙ্খলা বজায় রাখার ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি সিসি ক্যামেরা দিয়ে প্রতিটি পৃজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।”