মতিন রহমান, বকশীগঞ্জ: জামালপুরের বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে সহোদর ভাই অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজীর বিরুদ্ধে হত্যাচেষ্টা ও মারধরের মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনেছেন তার বোন স্বপ্না বেগম।
মঙ্গলবার সকালে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর মির্ধাপাড়া গ্রামের নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে স্বপ্না বেগম বলেন- নিলক্ষিয়া ইউনিয়নের জানকিপুর মৌজায় তার ভাই উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজীর জমির পাশেই তার নিজের কেনা ৪০ শতাংশ জমি রয়েছে। সম্প্রতি তার ভাই জমির আইল কেটে নিলে তার স্বামী মো. মিল্লাত মিয়া বর্গাদারকে বিষয়টি জানান। এতে সিরাজী ক্ষিপ্ত হয়ে মিল্লাত মিয়াসহ তার দুই ছোট ভাইকে গালিগালাজ করেন এবং হত্যার হুমকি দেন। এরপর অ্যাডভোকেট সিরাজী নিজেই বাদী হয়ে তার স্বামী ও দেবরদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন।
স্বপ্না বেগম আরও অভিযোগ করেন- গত ১০ সেপ্টেম্বর তার ভাই সিরাজী তার স্ত্রীর মাধ্যমে তাকে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে যান। সেখানে তিনি স্বামীকে ছেড়ে আসার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় সিরাজী তাকে মারধর করেন এবং গলা চেপে ধরে মেরে ফেলার চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
স্বপ্না বলেন-গত ২১ সেপ্টেম্বর তিনি জামালপুর আদালতে মামলা করতে গেলে তার ভাই তাকে কোর্ট প্রাঙ্গণে হেনস্তা করেন এবং হত্যার হুমকি দেন। শুধু তাই নয়, গত ২২ সেপ্টেম্বর তার ভাই তার মামলার ৪ নম্বর সাক্ষীকে বাদী করে তাদের বিরুদ্ধে আরও একটি মিথ্যা মামলা দায়ের করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বপ্না বেগম ন্যায়বিচার দাবি করে বলেন- ‘আমি আইনের সহায়তা চাই। জুলুমবাজ অপশক্তির হাত থেকে আমার পরিবার বাঁচতে চায়।’
সংবাদ সম্মেলনে স্বপ্না বেগমের স্বামী মিল্লাত মিয়া এবং দেবর সাংবাদিক মনিরুজ্জামান লিমন উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অ্যাডভোকেট ইসমাইল হোসেন সিরাজী বলেন- ‘সংবাদ সম্মেলনে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, তাই আইনের আশ্রয় নিয়েছি। যা কিছু হবে আইনের মাধ্যমেই হবে।’