দুর্গা পূজার উৎসব নেই ইসলামপুরের হরিজন পল্লীতে
ফিরোজ শাহ,ইসলামপুর: দুর্গা পূজার আমেজ ছড়িয়ে পড়েছে চারদিকে। কিন্তু আনন্দ-উৎসবের এই সময়ে উৎসবের ছোঁয়া নেই জামালপুরের হরিজন পল্লীগুলোতে। অভাব অনটন আর দীর্ঘশ্বাসে কাটছে তাদের জীবন,পূজার উৎসব যেনো বিষাদে রুপ নিয়েছে পরিবারগুলোতে। পূজার উৎসবে হরিজন পরিবারগুলো সহায়তা দেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা পূজা। পূজাকে ঘিরে সারাদেশে চলছে নানা আয়োজন। তবে জামালপুরের হরিজন পল্লীগুলোতে নেই কোনো উৎসবের আমেজ। নেই আলোকসজ্জা, নেই ঢাক-ঢোলের শব্দ। দু’বেলা দুমুঠো খাবার যোগাতে যাদের হিমশিম খেতে হয়, তাদের পূজার কেনাকাটা যেনো বিলাসিতা। পূজার উৎস যেনো থেমে গেছে হরিজন পল্লীতে এসে।
হরিজন সম্প্রদায়ের অধিকাংশ মানুষই দিন মজুর ও খেটে খাওয়া শ্রমজীবী। দৈনিক আয়ের টাকায় সংসার চালানোই তাদের জন্য কষ্টসাধ্য। তাই পূজা আয়োজনে চান সরকারি ও সামাজিক আর্থিক সহায়তা।
ইসলামপুর হরিজন পল্লীর শ্রী কালু হরিজন বলেন- ‘আমরা দিন কামাই কইরা দিন খাই, পূজার উৎসবে আমাদের কোন আনন্দ নেই, কেনাকাটা নেই, ছেলে মেয়েদের কিছুই কিনে দিতে পারিনি।’
হরিজন পল্লীর বিধবা লক্ষী রানী জানান-‘প্রতি বছর পূজা আসে পূজা যায়, আমরা কোন মন্ডপে গেলে আমাদের ছোট জাত বলে ঢুকতে দেয় না। আমারা যদি নিজেরা একটি পূজার আয়োজন করতে পারতাম তাহলে হরিজন পল্লীর সবাই পূজার উৎস পালন করতে পারতাম।’
ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান- দুর্গা পূজা উপলক্ষে হরিজন পরিবারগুলোকে আর্থিক সহায়তা করা হবে।