মাদারগঞ্জ

মাদারগঞ্জে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামী’র সমাবেশ ও বিক্ষোভ মিছিল

এম আর সাইফুল, মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় ঘোষিত পিআরসহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে উপজেলা জামায়াতের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মাদারগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী’র আয়োজনে মডেল মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালিজুড়ী বাজার শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা নুরুল আমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আছিমুল মেহেদী।

উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফরহাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক শাহীন আকতার খান পিটার, পৌর জামায়াতের আমীর আতিকুর রহমান সেলিম, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি রমজান আলী প্রমুখ।

Related Articles

Back to top button