জামালপুর

চুরির ২৮ দিন পর সাংবাদিকের মোটরসাইকেল উদ্ধার করলেন এসআই মোহেবুল্লাহ

হৃদয় আহম্মেদ, জামালপুর: জামালপুর শহরে ভাড়া বাসা থেকে চুরির ২৮ দিন পর সাংবাদিক শোভনের মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।

জামালপুর থানার এসআই মোঃ মোহেবুল্লাহ সরকারের নেতৃত্বে এই অভিযানে গাড়িটি উদ্ধার হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিক শোভনের মোটরসাইকেলটি হস্তান্তর করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

এর আগে গত ২ সেপ্টেম্বর শহরের সর্দারপাড়া এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি হয়। এই ঘটনায় বাদী হয়ে অজ্ঞাতনামাদের নামে জামালপুর থানায় একটি অভিযোগ দেন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক সাইমুম সাব্বির শোভন।

জামালপুর থানার সাব ইন্সপেক্টর মোহেবুল্লাহ সরকার বলেন-‘চুরির পর থেকেই পুলিশ সুপারের তত্ত্বাবধানে ও ওসি স্যারের নির্দেশনায় কাজ শুরু করি। বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে শহরতলীর কম্পপুর এলাকায় একটিপ পরিত্যাক্ত বাড়িতে অভিযান চালিয়েমোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন- ‘শুধু এই মোটরসাইকেল নয়, জামালপুরে চুরি হওয়া সব যানবাহন একে একে উদ্ধার করা হবে। চুরি, ছিনতাই, কিশোর গ্যাং ও অপরাধ দমনে জেলা পুলিশের কয়েকটি বিশেষ টিম কাজ করছে।’

Related Articles

Back to top button