সারাদেশ

শেরপুরে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

রাকিবুল আওয়াল পাপুল,শেরপুর: শেরপুরে  অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রবিবার সকাল দশটায় চরশেরপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়- সদরের রামকৃষ্ণপুর গ্রামে ইজিবাইক চালক হেলাল মিয়ার ঘরের মেঝেতে অজ্ঞাত ওই নারীর মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ তাৎক্ষনিক ওই নারীর পরিচয় শনাক্ত করতে পারে নি। কিন্তু স্থানীয়রা ওই নারীকে বিভিন্ন মাজারে ঘুরতে দেখেছেন বলে দাবি করেছেন।

এঘটনায় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা জানান- লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। নিহতের বয়স আনুমানিক ৫০ বছর বলে জানিয়েছে পুলিশ।

Related Articles

Back to top button