জামালপুর

জামালপুরে দেহ ব্যবসার আস্তানায় পুলিশের অভিযান, নারীসহ ৩ জন আটক

জাহাঙ্গীর আলম, জামালপুর: জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের গোপালপুর বাজারের গরুহাটি এলাকায় দেহ ব্যবসার আস্তানায় অভিযান চালিয়ে নারীসহ তিনজনকে আটক করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ।

রবিবার (১২ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সরদারনি জোবেদা খাতুনের ঘরে এই অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, সেখানে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চলছিল।

ইনচার্জ মো. সজিব রহমান বলেন- “অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয়রা পুলিশের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Related Articles

Back to top button